গাজায় গ্যাস-বিদ্যুৎ বন্ধের ঘোষণা ইসরায়েলের

 গাজায় গ্যাস-বিদ্যুৎ বন্ধের ঘোষণা ইসরায়েলের 


বিদ্যুৎ সরবরবাহ বন্ধ করে দেওয়ায় শনিবার অন্ধকার হয়ে যায় পুরো গাজা। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় গ্যাস (জ্বালানি), বিদ্যুৎ ও পণ্য-দ্রব্য সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। তবে এই ঘোষণা দেওয়ার আগেই হামাসের হামলার পরপর সেখানে বিদ্যুৎ সরবরবাহ বন্ধ করে ইসরায়েলি সরকার। এরপরই অন্ধকার হয়ে যায় পুরো গাজা।

রোববার (৮ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

১৪০ মাইলের গাজায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বসবাস করে। ২০০৭ সাল থেকে গাজায় স্থল, আকাশ ও নৌপথে অবরোধ করে রেখেছে ইসরায়েল। ফলে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন উপত্যকাটি। যদিও গাজার দক্ষিণ সীমান্ত ক্রসিং রাফাহ নিয়ন্ত্রণ করে মিসর। এ কারণে গাজায় কে কিংবা কী ঢুকবে সেটি পুরোটাই নিয়ন্ত্রণ করে থাকে এই দুই দেশ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ