'বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা'
বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র - লিখেছে দেশ রুপান্তর। বিস্তারিত বলা হয় মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্টেট ডিপার্টমেন্ট থেকে বাড়তি সতর্কবার্তা জারি করা হয়। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অপরাধ ও সন্ত্রাস বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকা আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে লেভেল-৩ সতর্কবার্তা জারি করা হয়।
বাংলাদেশ ভ্রমণে অতিরিক্ত সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের – নয়া দিগন্ত শিরোনাম করেছে। বিস্তারিত বলা হচ্ছে নিজ নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে অতিরিক্ত সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে গত বৃহস্পতিবার এ সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে সংঘর্ষ-সহিংসতার পাশাপাশি অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি এড়াতে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।
স্টেট ডিপার্টমেন্ট আরও বলেছে, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রা আরও বাড়বে। এ অবস্থায় বাংলাদেশে সফরকারীদের সতর্কতা অবলম্বন করা উচিত। তাদের মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ সমাবেশও সংঘর্ষ-সহিংসতায় রূপ নিতে পারে।
ভারত-চীনের সঙ্গে সম্পর্ক কেমন জানতে চায় মার্কিন প্রতিনিধিদল - ইত্তেফাকের শিরোনাম। বলা হয় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রনীতি জানতে চেয়েছেন ঢাকায় সফররত মার্কিন পর্যবেক্ষক দল। বিশেষ করে, ভারত-চীনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কেমন তা জানতে চেয়েছে তারা।
সংলাপ নিয়ে ইতিবাচক বিএনপি – দেশ রুপান্তরের প্রধান শিরোনাম। বিস্তারিত বলা হচ্ছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আলোচনার পরিবেশ সৃষ্টি হলে ক্ষমতাসীন দলের সঙ্গে সংলাপে বসার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বিএনপি।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্ততপক্ষে দুটি বিষয়ে সরকার নমনীয় হলে সংলাপ বা আলোচনার ব্যাপারে আন্তরিকতা দেখাবেন তারা। এ দুটি বিষয় হচ্ছে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’ ও ‘চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি’।
তবে পাশেই তাদের আরেকটি শিরোনাম সমঝোতা করবে না আ.লীগ। বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে, এই ভূত মাথা থেকে না নামালে বিএনপি শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সঙ্গে আপস হবে না জানিয়ে তিনি বলেন, ‘আর কোনো সমঝোতা চলবে না। তোমরা জনগণের শত্রু। জনগণের শত্রুর সঙ্গে আওয়ামী লীগ কোনো সমঝোতা করবে না।’
0 মন্তব্যসমূহ