ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের প্রথম রাউন্ডের খেলায় মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। সেই জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব রাউন্ড নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জয়ের রেশ কাটতে না কাটতেই বিশাল সুখবর পেয়েছে বাংলাদেশ ফুটবল দল।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সবশেষ ঘোষিত র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। মালদ্বীপকে হারানো টাইগারদের বর্তমান ফিফা র্যাঙ্কিং ১৮৩তম।
মালদ্বীপের বিপক্ষে দুই লেগের লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। জায়গা করে নেয় বিশ্বকাপের প্রাক বাছাইয়ের ২য় রাউন্ডে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবানন। সেই সঙ্গে পরবর্তী তিন বছরের ব্যস্ত এক ফুটবল সূচিতে প্রবেশ করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
এশিয়ান দেশগুলোর মাঝে সবার শীর্ষে রয়েছে সূর্যোদয়ের দেশ নামে পরিচিত জাপান। বিশ্ব র্যাংকিংয়ে তাদের অবস্থান ১৮তম। মধ্যপ্রাচ্যের দেশ ইরানের অবস্থান ২১তম। টটেনহ্যাম তারকা হিউয়েন মিং সনের দক্ষিণ কোরিয়া রয়েছে ২৪তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ১০২তম স্থান নিয়ে সবার আগে রয়েছে ভারত।
ফিফা র্যাঙ্কিংয়ে সবার শীর্ষে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দুইয়ে আছে ফ্রান্স। ব্রাজিল রয়েছে তিন নম্বরে। ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
0 মন্তব্যসমূহ