থমথমে নয়াপল্টন

থমথমে নয়াপল্টন

বিএনপির মহাসমাবেশ ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

সন্ধ্যার পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ছবি: সময় সংবাদ


শনিবার (২৮ অক্টোবর) পূর্বঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এখনো পুলিশের অনুমতি পায়নি দলটি।


তবে এরইমধ্যে সমাবেশের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে নয়াপল্টন এলাকায়। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরের পর থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। বিকেলে ভিড় বাড়তে থাকে। ফলে ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড়ের রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সন্ধ্যায় সময় সংবাদের প্রতিবেদক জানান, সেখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তারা থেমে থেমে পুলিশ এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ে, একই সঙ্গে পুলিশের সংখ্যাও বাড়ে
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ বলছে, অনুমতি সাপেক্ষে সমাবেশ হওয়ার কথা আগামীকাল। ফলে আজ কার্যালয়ের সামনে জড়ো হওয়ার কোনো সুযোগ নাই।
আজ সড়কে যান চলাচলে বাধা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।

এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী এবং নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে নিয়েছেন। প্রতিবেদন লেখার কিছুক্ষণ আগে সেখানে পুলিশের জলকামান এবং সাজোয়া যান পৌঁছেছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ